এইদিন ওয়েবডেস্ক,দোহা,২৯ নভেম্বর : সোমবার রাতে কাতারের দোহার রাস আবু আবৌদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে চেপে ধরেছিল সুইজারল্যান্ড । যদিও ম্যাচের ৮৩ মিনিটে ক্যাসেমিরোর গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করতে সক্ষম হয় ব্রাজিল । আর এই জয়ের সাথেই তারা গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ১৬-তে নিজেদের অবস্থান নিশ্চিত করে ফেলেছে । এবারের বিশ্বকাপে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে তিতে’র দলটি শেষ ১৬-তে পৌঁছে গেল। কাতার বিশ্বকাপে শুধুমাত্র এই দুই দলই এ পর্যন্ত নিজেদের সব ম্যাচে জয়লাভ করেছে ।
তারকা খেলোয়াড় নেইমার ছাড়াই সোমবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্রাজিল । কিন্তু শুরু থেকেই চ্যাম্পিয়ন দলটিকে রুখে দেয় সুইজারল্যান্ড । সুইজারল্যান্ডের দৃঢ়তায় হতাশ হয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের একটি স্ট্রাইককে ভিএআর দেখে বাতিল করে দেওয়ার পর প্রায় ধরেই নেওয়া হচ্ছিল যে, ব্রাজিলকে হয়ত এই ম্যাচে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হবে । কিন্তু দ্বিতীয়ার্ধে ৮২তম মিনিট পর্যন্ত খেলা সমতায় থাকলেও ৮৩ মিনিটের মাথায় ক্যাসমিরো ফ্রি কিকে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল ।
ব্রাজিল ছয় পয়েন্ট নিয়ে শুক্রবার গ্রুপ-জি এ নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে । ঐ ম্যাচে ড্র হলেও ব্রাজিল নিজেদের গ্রুপের শীর্ষ থাকবে । অন্যদিকে সুইজারল্যান্ডেরও শেষ ১৬-তে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে । পরের খেলা সার্বিয়ার সাথের ম্যাচটিতে জয় পেলে বা ড্র করলে সুইজারল্যান্ডও শেষ ১৬-তে পৌঁছে যাবে ।।