প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ নভেম্বর : পঞ্চায়েত ভোটের ঢাকে এখনও কাঠি পড়েনি। তবে হুমকি পোস্টার ঘিরে এখন সরগরম পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক রণাঙ্গন।’সিপিএম করলে খুন করা হবে’ এমনই হুমকি পোস্টার সোমবার নিজের বাড়ির দেওয়ালে দখতে পান জেলার মঙ্গলকোটের কৈচরের সিপিআইএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই মঙ্গলকোটের রাজনৈতিক মহলে ব্যপক শোরগোল পড়ে গিয়েছে।বিষয়টি নিয়ে মঙ্গলকোট থানার দৃষ্টি আকর্ষণ করেছেন বলে ওই সিপিআইএম সমর্থকের পরিবার দাবি করেছে ।পোস্টার কারা মারলো, তা নিয়ে শুরু হয়েছে রঅজনৈতিক চাপানউতোর ।
সিপিএম নেতৃত্বের কথায় জানা গিয়েছে,কৈচর রেল স্টেশনের কাছে পোস্টঅফিস পাড়ায় বাড়ি সিপিআইএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়। তিনি দাবি করেন ,রবিবার সকালে প্রথম তিনি তাঁর বাড়ির দেওয়ালে দুটি হুমকি পোষ্টার সাঁটানো অবস্থায় দেখতে পান।পরে সোমবার সকালে ফের একই ধরনের দু’টি হুমকি পোস্টার তাঁর বাড়ির সদর দরজার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঢুকিয়ে দিয়ে যায়। যে’দুটি পোস্টারের ফেলা হয় তার একটিতে খুনের হুমকি দিয়ে লেখা রয়েছে,“ তোলা সিপিএম করলে সবাইকে খুন করবো। সাবধান করে দিচ্ছি কালকের মধ্যে মঙ্গলকোট ছেড়ে চলে যা।মঙ্গলকোটে থাকলে প্রাণে শেষ করে দেব।পোষ্টারের তলায় ‘জয় বাংলা“ লেখা রয়েছে বলে চিন্নয় বাবু দাবি করেন। পাশাপাশি তিনি এও জানান,এই ঘটনার কথা এদিন তিনি পুলিশকে জানান। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার দু’টো ছিঁড়ে দিয়ে যায়।হুমকি পোস্টার নিয়ে আতঙ্কে রয়েছেন বলেও চিন্ময় বাবু জানান।
এই বিষয়ে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দুর্যোধন সর বলেন,’যাঁরা সিপিএমের উত্থানটা যারা মেনে নিতে পারছে না তাঁরাই এমন কাজ করছে।এর উদ্দেশ্য হল ভয় ভীতি তৈরি করা।পঞ্চায়েত ভোটের আগে সমর্থকরা ভয়ে যাতে সিপিএমের কর্মসূচিতে যোগ না দিতে পারে তাই এই ধরনের কাজ করা হয়েছে ।তবে এইসব করে কিছু লাভ হবে না বলে দুর্যোধন সর দাবি করেছেন ।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,’এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। আমরা চাই পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করুক ।’ মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন,’এটা পঞ্চায়েত ভোটের আগে আবহাওয়া গরম করার কৌশল ছাড়া আর কিছু নয় ।’।