শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল । রবিবার পূর্বস্থলীর পাঠানগ্রাম শিশুশিক্ষা কেন্দ্রে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটির ব্যবস্থা করা হয়েছিল । এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত শিবির চলে । খানপুর, পাঠানগ্রাম, হাটশিউরী, নাকাদা, গাছা,খড়দত্তপাড়া সহ বেশ কিছু গ্রামের ভিক্ষাজীবি,জনমজুর মিলে ছয় শতাধিক মহিলা ও পুরুষ স্থাস্থ্য পরীক্ষা করাতে আসেন ৷ রোগীদের চিকিৎসার পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
ক্লাব সম্পাদক মহিদুল ইসলাম শেখ বলেন,’এলাকার এমন বহু মানুষ আছেন যারা অর্থাভাবের কারনে নিজেদের ঠিকমত চিকিৎসা করাতে পারেন না । হাসপাতাল দূরে হওয়ায় পারতপক্ষে তা এড়িয়ে চলেন । ওই সমস্ত মানুষের কথা ভেবেই মূলত আমাদের ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’ ভবিষ্যতেও এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে তিনি জানান ।।