এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ নভেম্বর : টানা পলিগ্রাফ পরীক্ষার পর বেশ খুশি দেখাচ্ছিল লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারের ঘাতক আফতাব আমিন পুনাওয়ালাকে । এদিকে শ্রদ্ধার দেহাংশ এবং শ্রদ্ধার বাবার ডিএনএ রিপোর্ট হাতে এসেছে পুলিশের । তাতে বাবার সঙ্গে শ্রদ্ধার দেহাংশের ডিএনএ রিপোর্ট মিলে গেছে । পাশাপাশি আফতাবের ছতারপুরের ফ্ল্যাটের টাইলে রক্তের দাগও পেয়েছে পুলিশ । যা শ্রদ্ধা খুনের মামলায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । আফতাবের পলিগ্রাফ টেস্টের রিপোর্ট সঠিক হলে তার নারকো টেস্ট করা হবে বলে জানা গেছে । এদিকে ডিএনএ রিপোর্ট মিলে যাওয়ার পর খুনের পুরো সত্যতা জানতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শ্রদ্ধার বাবা । একই সঙ্গে তাঁর অভিযোগ,আফতাবের পরিবারও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত । তাঁর সন্দেহ আফতাবের মা-বাবাও তার এই অপকর্মের কথা ভালো করেই জানতেন । সেই কারনে আফতাবের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের দাবি উঠছে । পাশাপাশি মেহরাউলির যে ফ্ল্যাটে শ্রদ্ধাকে খুনের পর যে তরুনীকে আফতাব নিয়ে এসেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
আফতাবকে বর্তমানে তিহার জেলের চার নম্বর সেলে রাখা হয়েছে। সেলের কাছে একজন জেল কর্মীকে সারাক্ষণ মোতায়েন করা হয়েছে । এছাড়া সেলটির উপর কড়া নজর রাখার জন্য আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ।।