এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ নভেম্বর : জনসংখ্যা আইন আনার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং । রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন,’ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সম্পদ সীমিত। চীন ‘এক সন্তান নীতি’ প্রনয়ণ করেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করে উন্নয়ন করেছে ।’ পাশাপাশি তিনি বলেন,’চীনে এক মিনিটে ১০ টি শিশু জন্মায়,আর সেখানে ভারতে প্রতি মিনিটে ৩০ টি শিশু জন্মাচ্ছে । তাহলে আমরা কীভাবে চীনের সাথে প্রতিযোগিতা করব ?’
গিরিরাজ সিং বলেছেন,’বিলটি ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত । যারা এটি অনুসরণ করবে না তাদের সরকারি সুবিধা দেওয়া উচিত নয় । যারা মানবেন না তাদের ভোটাধিকারও কেড়ে নিতে হবে ।’ এর আগে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপি সাংসদ গিরিরাজ সিং লাভ জিহাদ রুখতে আইন প্রনয়নের কথা বলেছিলেন । সরকারগুলিকে বিশেষ করে বিহার সরকারের কাছে লাভ জিহাদ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানিয়েছিলেন তিনি ।।