এইদিন ওয়েবডেস্ক,দোহা(কাতার),২৭ নভেম্বর : মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ছন্দে ফিরলো লিওনেল মেসির আর্জেন্টিনা । শনিবার রাতে লুসিল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথম অর্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় । কোনো দলই গোল করতে সক্ষম হয়নি । বিরতির পর একের পর এক সুযোগ আসে আর্জেন্টিনার সামনে । তবে গোলের রূপ পায়নি কোনটিই । দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মাথায় ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা । গোলের প্রায় কাছাকাছি দুরত্বেই মেসিকে ফাউল করেছিলেন গুতিয়েরেজ। মেসি ফ্রি-কিকটা উড়িয়ে মারেন ক্রসবারের উপর দিয়ে । ফলে সেই সুযোগ কাজে আসেনি ।
শনিবারে মেক্সিকোর বিরুদ্ধে স্ক্যালোনির কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডানপ্রান্ত থেকে বেশ কয়েকবারই মেক্সিকোর রক্ষণে ঢোকার চেষ্টা করেছেন এই উইঙ্গার। কিন্তু তার ক্রস খুঁজে পায়নি কাউকে, অথবা আগেই বল ক্লিয়ার করে দিয়েছে মেক্সিকান রক্ষণ । ম্যাচের ৫৫ মিনিটে ডি মারিয়া ঢুকে গিয়েছিলেন রক্ষণকে ফাঁকি দিয়ে, সুন্দর করে স্কোয়ার পাস বাড়িয়ে দিয়েছিলেন একদম গোলমুখের সামনে, কিন্তু বাড়িয়ে দেওয়া বলে পা ছোঁয়াতে পারেননি ম্যাকঅ্যালিস্টার । মেসি গোল করার আগে সেটাই ছিল আর্জেন্টিনার গোলের সবচেয়ে বড় সুযোগ।
অবশেষে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বাম পায়ে মেক্সিকোর গোলে জোরালো শট মারেন মেসি । গিলেরমো ওচোয়া ঝাঁপালেন, কিন্তু বল তার হাতের একটু দূর দিয়ে গড়িয়ে গিয়ে ঠেকলো জালে । এরপর ৫৬ মিনিটে গুইদো রদ্রিগেজকে তুলে এনজো ফার্নান্দেজকে নামান স্ক্যালোনি । ৮৭ মিনিটে সেই এনজো ফার্নান্দেজই গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ।
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ধাক্কা সামলাতে মেক্সিকোর বিপক্ষে একাদশে পাঁচ পরিবর্তন এনেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। রাইট ব্যাক হিসেবে গনজালো মন্টিয়েল খেলেন নাহুয়েল মলিনার জায়গায়, সেন্টারব্যাক লিসান্দ্রো মার্টিনেজ দলে আসেন ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়,লেফটব্যাক মার্কোস আকুইনা খেলেন নিকোলাস তেগলিয়াফিকোর পরিবর্তে,সেন্ট্রাল মিডফিল্ডার গুইদো রদ্রিগেজকে নেয়া হয় লিয়ান্দ্রো পারাদেসের বদলে আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলেন আলেজান্দ্রো গোমেস এর পরিবর্তে । আর এই পরিবর্তনই সাফল্য এনে দেয় আর্জেন্টিনাকে ।।