এইদিন ওয়েবডেস্ক,বেগুসরাই(বিহার),২৭ নভেম্বর : ভিন ধর্মের ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠল কোচিং সেন্টারের শিক্ষক ৩৪ বছর বয়সী মোহাম্মদ আমিরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার ফুলওয়ারিয়া থানা এলাকায় । মেয়েটির বাবা-মা থানায় এফআইআর রজু করেছেন । তাঁদের আশঙ্কা মুম্বাইয়ের তরুনী শ্রদ্ধা ওয়াকারের মত পরিনতি হতে পারে তাঁদের মেয়ের । পাশাপাশি এই বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ আমিরের বিরুদ্ধে পুলিশ আইপিসির ৩৬৬ এ ধারায় একটি মামলা রজু করা হয়েছে। অভিযুক্তের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ ।
অর্গানাইজ উইকলির প্রতিবেদন থেকে জানা গেছে, কিশোরীটি বিগত ৪ বছর ধরে অর্থাৎ ১০ বছর বয়স থেকে মোহাম্মদ আমিরের কোচিং সেন্টারে টিউশন পড়ছিল । পুলিশের কাছে মেয়েটির বাবা-মা জানিয়েছেন,দিন কয়েক আগে মেয়েটির কাছে একটি নতুন স্মার্টফোন দেখতে পান তাঁরা । জিজ্ঞাসা করলে তাঁদের মেয়ে জানায় মোবাইলটি তাকে আমির দিয়েছে । তারপর থেকে তাঁদের মেয়েকে আতঙ্কিত দেখাচ্ছিল । তাঁরা সন্দেহ প্রকাশ করছেন যে হয়তো তাঁদের মেয়েকে ব্ল্যাকমেইল করেছে আমির । এই দেখে তাঁরা তাদের মেয়ের কোচিং বন্ধ করে অন্য জায়গায় তার টিউশনের ব্যবস্থা করেন ।
নিখোঁজ কিশোরীর বাবা-মা জানিয়েছেন,গত ২১ নভেম্বর টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়েছিল তাদের মেয়ে । তারপর সে আর বাড়ি ফেরেনি । এদিকে আমিরের কোচিং সেন্টারটিও বন্ধ থাকায় তাদের সন্দেহ হয় । এরপর তাঁরা আমিরের বাড়িতে মেয়ের বিষয়ে জানতে গিয়েছিলেন । কিন্তু আমিরের পরিবারের লোকজন তাঁদের গালিগালাজ ও মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ ।
শনিবার সংবাদ মাধ্যমের সামনে মেয়েটির মা আশঙ্কা প্রকাশ করেছেন,তাঁর মেয়েকেও শ্রদ্ধা ওয়াকারের মত মেরে ফেলা হবে । তিনি আরও বলেন,’আপনারা তো দেখছেন বেগুসরাইয়ে কিভাবে এই ধরনের ঘটনা লাগাতার ঘটে চলেছে । কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না ।’ পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,’আজ ৫ দিন হয়ে গেল অথচ আমার মেয়েকে উদ্ধার করার কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না পুলিশের মধ্যে । প্রতিবেদন অনুযায়ী ফুলওয়ারিয়া থানার এসএইচও নবীন কুমার বলেছেন,’আমরা মোহাম্মদ আমিরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। তার মোবাইল ফোন নজরদারিতে রয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে ।’।