এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ নভেম্বর : পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির দ্বৈরথ কারোর অজানা নয় । সুযোগ পেলেই একে অপরকে আক্রমণ করতে কেউ দ্বিধা বোধ করে না । বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অল আউট আক্রমণ করতে দেখা গেছে তৃণমূলের তাবড় শীর্ষ নেতৃত্বকে । শুভেন্দুর মহিলা পুলিশ কর্মীকে বলা ‘ডোন্ট টাচ মি’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করেছিলেন । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তো মাত্রা অতিক্রম করে অত্যন্ত ‘কদর্য ইঙ্গিত’ করতে শোনা গেছে । এরই মাঝে গত বুধবার নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে বসার আসন ঘিরে দু’দলের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল । বিজেপি অনুষ্ঠানটি বয়কট পর্যন্ত করেছিল । এহেন পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিজের চেম্বারে বিরোধী দলনেতাকে চা পানের আমন্ত্রণ জানিয়ে কার্যত চমকে দিয়েছেন রাজ্যবাসীকে ।
দুই শীর্ষ নেতা বিষয়টি সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে এড়িয়ে গেলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে মমতার ‘মাস্টার স্ট্রোক’ হিসাবে দেখছেন । তাঁদের মতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর । তার আগে বিরোধী দলনেতাকে সৌজন্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছাকাছি আসতে চাইছেন বলে মনে করছেন তাঁরা ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন রাজকোষ কার্যত শূণ্য । সরকারী কর্মীদের বকেয়া ডিএ পর্যন্ত মেটাতে পারছে না রাজ্য সরকার । ইতিমধ্যে ডিএর দাবিতে আন্দোলনও শুরু হয়ে গেছে । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে রাজ্যগুলিকে বকেয়া পরিশোধ করায় কিছুটা সুরাহা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের । এদিকে শিক্ষক নিয়োগ দূর্নীতি,গরু পাচার মামলায় বড়বড় নেতারা গ্রেফতার হওয়ায় বিপাকে পড়ে গেছে রাজ্যের শাসকদল । এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারনে শুভেন্দুর মাধ্যমে তিনি বিজেপি ও কেন্দ্রের কাছাকাছি আসতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । তবে শুধু শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণই নয়,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের মানুষ বলে পরিচিত রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সন্তুষ্ট করতে তাঁর পছন্দের মিষ্টি পাঠিয়ে সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী ।।