এইদিন ওয়েবডেস্ক,দরভাঙ্গা(বিহার),২৬ নভেম্বর : বিহারের দরভাঙ্গার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের (এলএনএমইউ) এক অধ্যাপককে ‘সর তন সে জুদা’ করার হুমকি চিঠি পাঠিয়েছে এক জিহাদি । প্রেম মোহন মিশ্র নামে ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেন । পারভেজ আলম নামে এক ব্যক্তির স্বাক্ষর করা ওই চিঠিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে,’জিহাদি-সর তন সে জুদা করবে ।’ চিঠিতে অধ্যাপকের পুরো পরিবারকে শিরোচ্ছেদ করার হুমকিও দেওয়া হয়েছে । গত বুধবার অধ্যাপক বিশ্ববিদ্যালয় থানায় এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।
চিঠিতে একই বিভাগের কর্মচারী শশী শেখর ঝাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের জন্য বলা হয়েছে। ঝাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি নাকি একজন মুসলিম মহিলাকে গালিগালাজ করেছিলেন । চিঠিতে লেখা আছে,’শশী শেখর ঝাকে বেগুসরাইয়ের অন্য একটি কলেজে স্থানান্তর করুন যা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ২০ কিলোমিটার দূরে হবে । কারন সে তাদের গালাগালি করে । আপনি নিশ্চয়ই জানেন যে নির্মল চৌধুরী যখন রসায়ন বিভাগের প্রধান ছিলেন, তখন তিনি জোর করে আমাদের বই কেড়ে নিয়েছিলেন এবং ডেন্টাল কলেজের পরীক্ষার সময় চুরির অভিযোগ এনেছিলেন ।’
তারপরে লেখা হয়েছে,’পরীক্ষার পরে আমরা বলেছিলাম যে আমরা বই সম্পর্কে কিছুই জানি না। বইটি লাইব্রেরি থেকে চুরি হয়ে গিয়েছিল এবং ১৭,০০০ টাকায় বিক্রি হয়েছিল । আমরা বইটা কিনেছিলাম । পরীক্ষা দিয়ে আমরা আজ ডাক্তার হয়েছি, কিন্তু শশী শেখর ঝাকে আমরা ক্ষমা করব না। প্রেম মোহন মিশ্রকে সেই পাপের ফল ভোগ করতে হবে ।’
অধ্যাপক প্রেম মোহন মিশ্র জানিয়েছেন, ঘটনাটি ২০-২৫ বছর আগের । সেই সময় তিনি কলেজে ছিলেন না । তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,’চিঠির বিষয়বস্তু বিপজ্জনক এবং ভীতিজনক । চিঠি পাওয়ার পর আমি এবং আমার পুরো পরিবার আতঙ্কিত। আমি বিশ্ববিদ্যালয় থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছি । সেই সঙ্গে দরভাঙ্গার এসএসপি এবং আইজিপি অফিসেও আবেদনপত্র পাঠিয়েছি ।’।