এইদিন ওয়েবডেস্ক,দোহা(কাতার),২৫ নভেম্বর : ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২-এর গ্রুপ ‘বি’ এর নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নেমেছিল ইরান । শুক্রবার কাতারের দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হয়েছিল । ম্যাচের শুরু থেকেই লম্বা পাসে খেলার চেষ্টা করে ইরান। অন্যদিকে ছোট ছোট পাস খেলে আক্রমণে ওঠার চেষ্টা করে ওয়েলস । ম্যাচের প্রথমার্ধে ওয়েলসের গোলে ইরান পাঁচটি শট নিলেও কোনোটিই গোলে পরিণত হয়নি ৷ প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি । কিন্তু দ্বিতীয়ার্ধে ওয়েলসের গোলরক্ষককে রেফারি লাল কার্ড দেখাতেই ২-০ সহজ জয় পেল ইরান ।
ম্যাচের ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ইরান । ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি বেড়িয়ে এসে ক্লিয়ার করতে গিয়ে ইরানের মেহেদী তারেমিকে ফাউল করেন করে বসেন । ওয়েলসের গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি । কাতার বিশ্বকাপ এই প্রথম কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেন । এদিকে গোলরক্ষকহীন অবস্থায় অসহায় হয়ে পড়ে ওয়েলস । তবুও ম্যাচের ৮৮ মিনিটের মাথায় তারা ইরানের আক্রমণকে প্রতিহত করে । অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোলের দেখা পায় ইরান । ডি বক্সের বাইরে থেকে চেশমির জোড়ালো শটে ওয়েলসের গোলে বল জড়িয়ে যায় । এরপর আরও এক গোলের দেখা পায় ইরানে। কাউন্টার অ্যাটাক থেকে রামিন রিজিয়ান গোল করে ইরানের লিড বাড়ান । শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান । এই জয়ের পর নক আউট পর্বে যাওয়ার আশা টিকে রইলো ইরানের ৷।