এইদিন ওয়েবডেস্ক,বিদিশা(মধ্যপ্রদেশ),২৫ নভেম্বর : বছর পনেরোর অন্তঃসত্ত্বা হিন্দু কিশোরী ও ১৭ বছরের মুসলিম কিশোরকে উদ্ধার করে হোমে পাঠালো বিদিশার মধ্যপ্রদেশের বিদিশা জেলার রেলওয়ে পুলিশ (জিআরপি) । সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,মধ্যপ্রদেশের সাগরে (Sagar) ওই কিশোরের আত্মীয়রা রয়েছে । আত্মীয়দের পরামর্শে সেখানে পালিয়ে গিয়ে বিয়ে করার মতলবে ছিল ওই দুই নাবালক ও নাবালিকা । কিন্তু তারা ভুল ট্রেনে উঠে পড়ায় বিদিশা রেলস্টেশনে নেমে পড়ে । স্টেশনে টহলরত রেলওয়ে পুলিশের দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে । জিজ্ঞাসাবাদে রেলপুলিশ জানতে পারে যে মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা । তারা সাগরে ছেলেটির আত্মীয়ের বাড়িতে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল । বিষয়টি জানার পর চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করে রেল পুলিশ । শেষে চাইল্ড লাইনের সহায়তায় পুলিশ কিশোরকে ভোপালের জুভেনাইল জাস্টিস বোর্ডে এবং কিশোরীকে ভোপালের শিশু কল্যাণ কমিটিতে পাঠায় ।
প্রতিবেদনে জানা গেছে,ওই কিশোর কিশোরীর পরিবার ভোপালে বসবাস করে । মেয়েটি চার বোন ও এক ভাই । সে বাবা মায়ের চতুর্থ সন্তান । তার বড় বোনের বিয়ের পর বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যায় । ভাই বাবার সাথে চলে যায় । তিন মেয়ে মায়ের সাথে থাকে। মেয়েটির বাবা চায়ের দোকান চালান আর মা হাসপাতালে কাজ করেন ।
বিদিশা চাইল্ড লাইনের কাউন্সেলর দীপা শর্মা জানিয়েছেন কাউন্সেলিং চলাকালীন জানা যায়, মেয়েটির পরিস্থিতির সুযোগ নিয়ে ছেলেটি মেয়েটির বাড়িতে যাতায়াত শুরু করে। মেয়েটির বোনরাও সব জানতো । কিন্তু বিষয়টি তারা তাদের মায়ের কাছে গোপন করে যায় । পরে মেয়েটির মা তাদের সম্পর্কের কথা জানতে পেরে মেয়েটিকে পরীক্ষা করেন। তখনই তিনি জানতে পারেন তাঁর মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ।’ দীপা শর্মা আরও জানান,এই জুটির মধ্যে এক বছর ধরে প্রেম চলছে। দুজনেই ভোপালে একই পাড়ায় থাকেন। ছেলেটি একটি অটো চালায় এবং এর আগে তাকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । সে একজন মাদকসেবী ।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রেল স্টেশনে ধরা পড়ার পর জিআরপি এএসআই মনোহর সিং চৌহান, হেড কনস্টেবল শিবরাজ যাদব এবং বেশ কয়েকজন জওয়ান মেয়েটির মাকে ফোন করেছিলেন । তখন মেয়েটির মা জানিয়েছিলেন,তার মেয়ে পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে । অন্যদিকে ছেলেটির পরিবার এই সম্পর্কের বিষয়ে ভালভাবে অবগত ছিল বলে জানতে পেরেছে পুলিশ ।
জানা গেছে,চাইল্ড লাইনের কাউন্সেলিংয়ের সময় মেয়েটি স্বীকার করেছে যে সে ছেলেটি মাদকাসক্ত হওয়া ও গ্রেফতার হওয়ার কথা জানতো । কিন্তু ছেলের মা জানিয়েছিলেন যে তার সঙ্গে মেলামেশার পর তার ছেলের স্বভাবের অনেক পরিবর্তন হয়েছে । এমনকি বিয়ের পরে প্রেমিকের মা তার ছেলেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে দাবি করেছে মেয়েটি । প্রেমিকের মায়ের জিদের কারনেই সে বিয়েতে সায় দেয় বলে চাইল্ড লাইনকে জানিয়েছে ওই কিশোরী । মেয়েটি জানায়, ছেলেটির পরিবারের আত্মীয়রা সাগর জেলায় থাকে। তাই তারা পালিয়ে সাগরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল ।।