এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ নভেম্বর : মুম্বইয়ের তরুনী শ্রদ্ধা ওয়াকারের অধিকাংশ দেহাংশের কোনো হদিশ পাওয়া যায়নি । এমতাবস্থায় মনোবিদদের সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ । বৃহস্পতিবার রোহিণীতে অবস্থিত এফএসএলে দ্বিতীয়বারের মতো টানা প্রায় ৮ ঘন্টা ধরে পলিগ্রাফ পরীক্ষা করা হয় শ্রদ্ধার ঘাতকের । বৃহস্পতিবার সকাল ১১টা ৫২ মিনিটে তাকে এফএসএলে নিয়ে যায় পুলিশ। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়, যা চলে রাত ৮টা পর্যন্ত। কিন্তু পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করলে সন্ধ্যা নাগাদ তার পলিগ্রাফ পরীক্ষা স্থগিত রাখা হয় । একজন সাইকোলজিস্ট বের হলেই অন্যজন জিজ্ঞাসাবাদের জন্য রুমে যাচ্ছিলেন। এভাবে একাধিক সেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় । সুত্রের খবর,বেশ কিছু প্রশ্নের উত্তরে ধন্দ্বে রয়েছেন মনোবিদরা । যদিও পুলিশ ও এফএসএলের কর্মীরা এ বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমের কাছে । শুক্রবার সকাল ৮.২৪ মিনিটে তাকে ফের তুলে নিয়ে যায় পুলিশ । তবে এদিন আফতাবের পলিগ্রাফ পরীক্ষা হবে কি না সেটা তার শারিরীক পরিস্থিতির উপর নির্ভর করছে ।
লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করার পর মৃতদেহের ৩৫ টুকরো করেছিল আফতাব আমিন পুনাওয়ালা । দিল্লির ছাতারপুর প্লটের যে ফ্লাটে আফতাব থাকতো,সেখান থেকে পাঁচটি ছুরি উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া ছুরিগুলো হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল কিনা তা যাচাইয়ের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কিন্তু প্রেমিকার দেহ কাটার জন্য ব্যবহৃত ছুরিটি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ।।