এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী ঃ আট বছরের শিশুপুত্রকে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক । কিন্তু রাস্তাতে বাইকের সঙ্গে একটি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাবা ও ছেলের । মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে ২-বি জাতীয় সড়কে । মৃতদের নাম পার্থসারথি দাস(৩৮) ও আয়ূশ দাস(৮) । একসঙ্গে স্বামী ও একমাত্র সন্তানকে হারিয়ে শোকে আকুল পার্থসারথিবাবুর স্ত্রী অর্পিতা দাস । সরস্বতী পূজোর দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুসকরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী পার্থসারথি দাস । এদিন ছেলেকে নিয়ে তিনি বর্ধমান গিয়েছিলেন ৷ কিন্তু কাজ সেরে ফেরার পথে ওড়গ্রাম পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দুরে দুর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্থসারথিবাবুর বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রাকটরের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এদিকে ট্রাকটরের ইঞ্জিনের তলায় বাইকসহ ঢুকে যান পার্থসারথিবাবু ও তাঁর ছেল । ওই অবস্থাতেই বাইকসহ দু’জনকে বেশ কিছুটা পথ টেনে হেঁচড়ে নিয়ে যায় ট্রাক্টরটি । স্থানীয় বাসিন্দারা এসে দুজনকে উদ্ধার করেন । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে চলে চলে আসে । তারপর পুলিশ বর্ধমানগামী একটি আ্যম্বুলেন্স আহতদের তুলে তরিঘরি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।।