এইদিন ওয়েবডেস্ক,দোহা,২৫ নভেম্বর : ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২ এ প্রথম জয় পেলো ব্রাজিল । গ্রুপের প্রথম খেলায় সার্বিয়ান ফুটবল দলকে তারা পরাজিত করেছে । বৃহস্পতিবার রাতে লুসিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা । ব্রাজিলের দুটি গোলই করেন রিচার্লিসন ।
তবে প্রথমার্ধে উভয় দল গোল করতে ব্যর্থ হয় ।
কিন্তু দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে অবশেষে গোলের দেখা পায় নেইমারের ব্রাজিল। বাম প্রান্ত থেকে শট করেন ভিনিসিয়াস। সেই শট সার্ভিয়ার গোলরক্ষকের হাতে লেগে বল যায় ডি বক্সে দাঁড়িয়ে থাকা রিচার্লিসনের কাছে । তিনি সেখান থেকে শট করে বল সার্বিয়ার গোলের জালে জড়ান । ৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে আবারও গোলের সুযোগ পায় ব্রাজিল। তবে ডি বক্সে বল নিয়ে গিয়ে শট করতে ব্যর্থ হয় ভিনিসিয়াস। কিন্তু ৭৩ মিনিটে ফের গোলের দেখা পায় ব্রাজিল। বাম দিক থেকে ভিনিসিয়াসের ক্রস থেকে বাইসাইকেল কিকে বল জালে জড়ান প্রথম গোল করা সেই রিচার্লিসন। অসাধারণ ফিনিশিংয়ে ব্রাজিলকে দুই গোলের লিড এনে দেন তিনি । এই জয়ের পর ‘জি’ গ্রুপে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল ।
আজ শুক্রবার ইরান খেলবে ওয়েলসের বিপক্ষে, আয়োজক কাতারের মুখোমুখি হবে সেনেগাল, হল্যান্ড খেলবে ইকুয়েডরের বিপক্ষে, এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে আমেরিকা ।।