এইদিন ওয়েবডেস্ক,অযোধ্যা(উত্তরপ্রদেশ),২৪ নভেম্বর : উত্তরপ্রদেশের অযোধ্যায় ৩৬ টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন । অযোধ্যার রাম জন্মভূমির প্রস্থান রাস্তা রামগুলেলা মার্গে ছিল ওই দোকানগুলি । বুধবার গভীর রাতে দোকানের মালপত্র বের করে দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । প্রসঙ্গত,অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের জমকালো নির্মাণের সঙ্গে সঙ্গে তিনটি বড় রাস্তা প্রশস্ত করার কাজও শুরু হয়েছে। দ্রুত গতিতে চলছে রাস্তা নির্মানের কাজ । প্রকল্পের আওতায় তিনটি প্রধান সড়ক, জন্মভূমি, ভক্তিপথ, রাম পথ নির্মাণ করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ভাগ্য পার্ক সড়ক নির্মাণের জন্য রামগুলেলার দোকানগুলোও ভেঙে ফেলা হয় ।
জানা যায়,ওই রাস্তার পাশে ১৫ টি দোকানের মালিক জেলা প্রশাসনকে সম্মতিপত্র দিয়েছেন। বিনিময়ে উন্নয়ন কর্তৃপক্ষের কমপ্লেক্সে দোকান বরাদ্দের আশ্বাস দেওয়া হয় দোকানদারদের । কিন্তু যে সমস্ত দোকানদারেরা সম্মতিপত্র দেয়নি তাদের দোকানগুলি বুধবার রাতে ভেঙে ফেলা হয় ৷ এদিকে
বিক্ষুব্ধ দোকানদারদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই দোকানপাট ভেঙে জেলা প্রশাসনের লোকজন দোকানের মালপত্র তুলে নিয়ে গেছে । যদিও দোকানদারদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রশাসন । প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন,ভক্তিপথ সড়কটি নির্মান করার জন্য বিগত কয়েকদিন ধরে প্রশস্তকরণের কাজ চলছে । এই বিষয়ে আগে তথ্য দেওয়া হলেও তার পরেও দোকানপাট খালি করা হয়নি । সেই কারনে এই পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে ।।