এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৪ নভেম্বর : ভারত বিরোধী বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিম মুনিরের হাতে সেনাবাহিনীর কমান্ড দিল তুলে দিল পাকিস্থান । জেনারেল ওয়াসিম মুনীরকে সেনাপ্রধান করার পেছনে একটি বড় কারণ কাশ্মীর নিয়ে তার বোঝাপড়া এবং কৌশল । এর পাশাপাশি অতীতে তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেনারেল মুনিরকে ভারত-বিরোধী কৌশল নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ বলে মনে করা হয় । পুলওয়ামা হামলার পর ভারত-বিরোধী কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুনীরের । হামলার সম্পূর্ণ ব্লু প্রিন্ট জেনারেল মুনির নিজেই তৈরি করেছিলেন । সেই সময় ভারতের বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণকারী দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। পাকিস্তানে বালাকোট হামলার পর পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছে তাও জেনারেল মুনিরের মস্তিষ্ক প্রসূত বলে মনে করা হচ্ছে ।
জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ ২৯ নভেম্বর শেষ হচ্ছে। ২০১৯ সালে তাঁর অবসর নেওয়ার কথা । কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর তিন বছরের মেয়াদ বাড়িয়েছিলেন ।বাজওয়ার অবসরের পর ওয়াসিম মুনিরের হাতে থাকছে পাকিস্থানের চিফ অব স্টাফ কমান্ড । আলাপ-আলোচনার পর মুনিরের নামের ওপর চূড়ান্ত স্ট্যাম্প লাগিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন,’মন্ত্রিসভার শেষ গুরুত্বপূর্ণ বৈঠকে শরিফ এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন । পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা সাহির শামশাদকে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির প্রধান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাকিস্তানের বর্তমান চিফ অফ স্টাফ কামার জাভেদ বাজওয়া এই পদে ছয় বছর পর অবসর নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’।