দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় পৃথক দুই দূর্ঘটনায় আহত হয়েছে তিন উচ্চ মাধ্যমিক পড়ুয়াসহ ৫ জন । আহত তিন পড়ুয়ার নাম রিপন শেখ, সোহেল শেখ এবং শেখ কালামউদ্দিন ওরফে জুয়েল । তাদের বাড়ি কাটোয়া থানার কৈথন গ্রামে । অপর দুই আহতের নাম রিপন মজুমদার ও নবাব শেখ । তাঁরা যথাক্রমে পূর্বস্থলী এলাকার সমুদ্রগড় ও হাঁপানিয়া গ্রামের বাসিন্দা ।
জানা গেছে,কৈথন গ্রামের তিন পড়ুয়া কাটোয়ার পঞ্চাননতলা উচ্চমাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করে । বুধবার তাদের এডুকেশন বিষয়ের টেস্ট পরীক্ষা পরীক্ষা ছিল । সেই কারনে বুধবার সকাল ১০ টা নাগাদ ওই তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল । কাটোয়া- করুই রোড ধরে যাওয়ার সময় বিপরীতগামী অন্য একটি বাইকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । অন্য বাইক আরোহী অক্ষত থাকলেও তিন পড়ুয়া গুরুতর জখম হয় । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে ।
অন্যদিকে দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে এসটিকেকে রোডে কাটোয়ার বনদপ্তরের অফিসের কাছে । জানা গেছে, রিপন মজুমদার তাঁর মোটর ভ্যান চালিয়ে কাটোয়া থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় মারুতি চালিয়ে কাটোয়া মুখে আসছিলেন নবাব শেখ । কিন্তু বনদপ্তরের অফিসের কাছাকাছি আসতেই মারুতি ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে দুই চালকই আহত হয় । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।।