এইদিন ওয়েবডেস্ক,ধানসুরা(গুজরাট),২২ নভেম্বর : লিভ ইন পার্টনার আফতাবের হাতে হিন্দু তরুনী শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনা প্রসঙ্গ টেনে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি তুললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । মঙ্গলবার গুজরাটের ধানসুরায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী । জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন,’আফতাব নামে একটি ছেলে আমাদের শ্রদ্ধা নামের একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বাই থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল । বিয়ে তো হল না । বরঞ্চ মেয়েটিকে সে ৩৫ টুকরো করলো । আমাদের ওই বোনের সঙ্গে সে আর কি কি করেছে জানেন ? টুকরো টুকরো করার পর ফ্রিজের মধ্যে ভরে রেখেছিল । শ্রদ্ধার দেহাংশ যখন ফ্রিজের মধ্যে,সেই অবস্থায় অন্য একটি মেয়েকে ওই ঘরে নিয়ে এল ।’
হিমন্ত বিশ্ব শর্মা বলেন,’পুলিশ আফতাবকে জিজ্ঞাসা করেছিল হিন্দু মেয়েদের প্রতি তার এত আগ্রহ কেন । উত্তরে সে বলেছিল হিন্দু মেয়েরা ইমোশনাল হয়, তাই আমি হিন্দু মেয়েদের নিয়ে আসি ।’ তিনি আরও বলেন,’শুধু আফতাব নয়,আমাদের দেশে আফতাব শ্রদ্ধার মত অসংখ্য কাহিনী আছে । তাই লাভ জিহাদের বিরুদ্ধে দেশে কঠোর থেকে কঠোরতর আইনের দরকার । আর বিজেপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে এই কাজ করা সম্ভব নয় ।’
প্রসঙ্গত,চলতি বছরের ১৮ মে দিল্লির মেহরোলির ফ্লাটে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে (২৭) খুন করার পর তার দেহের ৩৫ টুকরো করেছিল আফতাব পুনাওয়ালা । তারপর সেই দেহাংশ সে একটি ৩০০ লিটারের ফ্রিজে রেখে দেয় । দীর্ঘ কয়েকদিন ধরে একটু একটু করে দেহাংশ ব্যাগে ভরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে সে । এদিন আদালতে নিজের দোষ কবুল করেছে ঘাতক প্রেমিক আফতাব । পাশাপাশি এদিন নিহত তরুনীর চোয়ালের হাড় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।।