এইদিন ওয়েবডেস্ক,ব্যাঙ্কক,২২নভেম্বর : মঙ্গলবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । পুলিশের একটি কার্যালয়ে সামনে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছে । থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের পুলিশের উপকমিশনার লেফটেন্যান্ট কর্নেল নীতি সুকসান বলেছেন,’পুলিশ কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন । কমপক্ষে ২৯ জন আহতকে নারাথিওয়াত রাজানগরিন্দ্রা হাসপাতালের ভর্তি করা হয়েছে । আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । হামলাকারী সন্ত্রাসবাদীদের সন্ধান পেতে আমরা ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছি ।’ যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ।
প্রসঙ্গত,মালয়েশিয়ার সীমান্ত লাগোয়া থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সোংখলা প্রভৃতি মুসলিম অধ্যুষিত এলাকায় এক দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে । গত আগস্টে দক্ষিণ থাইল্যান্ডের অন্তত ১৭টি স্থানে একযোগে বিস্ফোরণ এবং প্রচুর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল সন্ত্রাসবাদীরা । ওই সমস্ত হামলায় অন্তত সাতজন আহত হয়েছিল ।
থাইল্যান্ডের সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা ডিপ সাউথ ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে এযাৎ ৭ হাজার ৩০০ জনেরও বেশি সাধারণ মানুষ সন্ত্রাসবাদের বলি হয়েছেন । দেশে শান্তি স্থাপনের জন্য ২০১৩ সাল থেকে থাইল্যান্ডের সরকারের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে । কিন্তু পৃথক ইসলামি রাষ্ট্র গঠনের দাবিতে অনড় গোষ্ঠীগুলির কারনে বারবার আলোচনা ভেস্তে গেছে ।।