এইদিন ওয়েবডেস্ক,দোহা,২২ নভেম্বর : মঙ্গলবার (২২ নভেম্বর 2022) গ্রুপ ‘সি’ এর ম্যাচে কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা । প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে আর্জেনাটিনা এগিয়ে মাত্র ১ গোলের ব্যবধানে । তবে সেটা ৪-০ শুন্য হতে পারতো । কিন্তু অফসাইড গোলের হ্যাট্রিক করে বসে লিওনেল মেসিরা ।
ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা । আর্জেন্টিনার ফরোয়ার্ডকে ফাউল করার কারণে পেনাল্টি পেয়ে যায় মেসির দল । শট নেন খোদ মেসি । প্লেসিং শটে সৌদি আরবের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি সরাসরি জালে বল পাঠিয়ে দেন । এক গোলে এগিয়ে যাওয়ার পর লাগাতার আক্রমণ শুরু করে আর্জেন্টিনা । সৌদি আরবও বেশ কয়েকটি পাল্টা আক্রমণ চালায়। তবে গোল করতে ব্যর্থ হয় তারা । তারপর ম্যাচের ২১ মিনিটের মাথায় ফের গোল করেন মেসি। তবে অফ সাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচের ২৭ মিনিটের ডিফেন্স চেরা পাসে বল পেয়ে গোল করেন মার্টিনেজ। সেটিও বাতিল হয় অফ সাইডের কারনে । এরপর মার্টিনেজ ফের ৩৫ মিনিটের মাথায় ফের একটি গোল করেন । কিন্তু আবারও অফ সাইডে বাতিল হয় গোল । শেষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা ।
এদিকে বিরতি থেকে ফিরেই গোল করে ম্যাচে সমতা আনে সৌদি আরব। ম্যাচের ৪৭ মিনিটে অসাধারণ গোল করেন আল সেহরি। তার ঠিক ৬ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে সৌদি আরবকে ম্যাচে লিড এনে দেন আল দাউসারি ।।