এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২২ নভেম্বর : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের আনিয়াং শহরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি বেসরকারি “বিশেষ রাসায়নিক” তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে । অগ্নিকাণ্ডে ৩৮ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে এবং দু’জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকেলে আগুন লাগে । তারপর ২০০ টিরও বেশি অনুসন্ধান ও উদ্ধারকর্মী এবং ৬০ জন দমকলকর্মীর চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।
এদিকে এই অগ্নিকান্ডের কারন এখনো স্পষ্ট নয় । তবে নিরাপত্তা ব্যবস্থার অবহেলা এবং কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রতিযোগিতার কারণে চীনের কারখানায় এই ধরনের দূর্ঘটনা আকছার ঘটে থাকে । ২০১৯ সালের মার্চ মাসে ইয়ানচেং-এর একটি রাসায়নিক কারখানায় একটি বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছিল এবং কয়েক কিলোমিটার বৃত্তের মধ্যে বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল । তার আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে একটি বিশাল বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়েছিল,যা চীনের সবচেয়ে ভয়ঙ্কর শিল্প বিপর্যয়ের মধ্যে অন্যতম বলে মনে করা হয় ।।