এইদিন ওয়েবডেস্ক,জাকার্তা,২১ নভেম্বর : সোমবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ৫৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ৭০০ জন । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে,ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬ । কেন্দ্রবিন্দু জাভা প্রদেশের সিয়ানজুর অঞ্চলে মাটির ১০ কিমি গভীরে । ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রধান সুহারিয়ানতো বলেছেন,’সিয়ানজুর আঞ্চলিক হাসপাতালে অন্তত ৪৬ জনকে মৃত অবস্থায় আনা হয় । প্রায় ৭০০ জন আহত হয়েছেন। ধসে পড়া ভবনের আঘাতে অনেকেই আহত হয়েছেন ।’ তিনি আরও জানান,একটি ইসলামিক বোর্ডিং স্কুল, একটি হাসপাতাল এবং কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান ।
বিশ্বের ভূকম্প প্রবন দেশগুলির মধ্যে অন্যতম হল ইন্দোনেশিয়া । গত ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়েছিল । এর আগে ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৬,৫০০ জন আহত হয় ।।