এইদিন ওয়েবডেস্ক,ধর(মধ্যপ্রদেশ),২১ নভেম্বর : মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী উমং সিংগারের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিকভাবে হয়রানির অভিযোগ তুলে একটি মামলা রজু করেছেন এক মহিলা । বছর আটচল্লিশের অভিযুক্ত বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের আমলে রাজ্যের বনমন্ত্রী ছিলেন । বর্তমানে তিনি মধ্যপ্রদেশের গান্ধওয়ানি বিধানসভার বিধায়ক । তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, ধর্ষণ, অপ্রাকৃতিক যৌনতাসহ একাধিক ধারায় মামলা রজু করেছে নওগাঁ থানার পুলিশ ৷
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ধর জেলার বাসিন্দা ওই মহিলা রবিবার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,চলতি বছরের ১৬ এপ্রিল উমং সিংগারের সঙ্গে তাঁর বিয়ে হয় । বিয়ের পর থেকে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন উমং সিংগার । গালিগালাজ, ধর্ষণের পাশাপাশি একটি অশ্লীল ভিডিও তৈরি করে তাঁকে ব্ল্যাকমেইল করত সে । এমনকি অপ্রাকৃতিক যৌনকর্মেও লিপ্ত হত উমং সিংগার।। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে বলে জানা গেছে ।।