এইদিন ওয়েবডেস্ক,২১ নভেম্বর : গত সপ্তাহে ইস্তাম্বুলে বোমা হামলার পর কুর্দি মিলিশিয়াদের উপর দোষারোপ করেছিল তুরস্ক । এবারে ইরাক এবং সিরিয়ায় কুর্দিদের ঠিকানাগুলিতে বিমান হামলা চালালো তুরস্ক । রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তুরস্কে আক্রমণ করার জন্য ব্যবহৃত কুর্দি ঘাঁটির বিরুদ্ধে অপারেশন “সোর্ড ক্ল” চালানো হয়েছে । যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে । নিহতদের বেশিরভাগই সিরিয়ায় কুর্দি বাহিনীর সদস্য । এছাড়া কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ১৮ জন সদস্য, তুর্কি সেনার ১২ জন সদস্য এবং একজন সাংবাদিক নিহত হয়েছে বলে জানানো হয়েছে ।
তবে কুর্দিস্তান স্বায়ত্তশাসিত প্রশাসনের কর্মকর্তারা
কুর্দিস্তান স্বায়ত্তশাসিত প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে উত্তর-পূর্ব সিরিয়ায় হামলায় ১১ জন সাধারণ মানুষ, সিরিয়ার সামরিক বাহিনীর ১৫ জন যোদ্ধা, একটি সাইলোর দুই প্রহরী এবং একজন কুর্দি যোদ্ধা সহ ২৯ জন নিহত হয়েছে ।
উল্লেখ্য,এক সপ্তাহ আগে ইস্তাম্বুলের জনবহুল রাস্তায় বোমা হামলায় ৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয় । এই হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক ।।