এইদিন ওয়েবডেস্ক,বৈশালী(বিহার),২১ নভেম্বর : বিহারে বেপরোয়া ট্রাক পিষে দিল পূণ্যার্থীদের । দূর্ঘটনায় ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে বহু মানুষ । রবিবার রাত ৯ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার দেসারী থানা এলাকার হাজীপুর-মহানার সড়কে নয়াগঞ্জ আতাইস ২৮ টোলার কাছে । সতীশ কুমার (১৭) নামে এক কিশোর ট্রাকের সামনের বাম্পারে আটকে যায় । তাকে রাত্রি ১১ টা নাগাদ মৃত অবস্থায় বের করা হয় । চালকও কেবিনে আটকা পড়ে । তাকে বের করতে গভীর রাতের দিকে গ্যাস কাটার আনা হয় ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,রবিবার রাতে আতাইস টোলা এলাকায় ভুঁইয়া বাবার পূজো ছিল । প্রচুর পুণ্যার্থীদের সমাগম হয়েছিল । সেই সময় হাজীপুর থেকে মহানারগামী ওই বেপরোয়া গতির ওই ট্রাকটি আচমকা রাস্তা থেকে নেমে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে । একের পর এক পূণ্যার্থীকে পিষে দেয় । তারপর রাস্তার পাশে একটি অশ্বত্থ গাছে ধাক্কা মারে ট্রাকটি ।
এদিকে দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। ক্ষিপ্ত জনতা হাজীপুর মহানার প্রধান সড়ক অবরোধ করে রাখে । প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা । পরে প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ও নিহতদের ঘটনাস্থল থেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অর্ধ ডজন আহতকে প্রাথমিক চিকিৎসার পর হাজীপুর সদর হাসপাতালে এবং তিনজনকে পিএমসিএইচে স্থানান্তরিত করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী । পাশাপাশি প্রধানমন্ত্রী পাশাপাশি নিহতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । পিএমও থেকে টুইট করে বলা হয়েছে,’বিহারের বৈশালীতে দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ।’ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।।