এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২০ নভেম্বর : ইরানের সর্বোচ্চ ধর্মগুরু তথা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বেশ কিছু ভিডিওতে খোমেনির বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে । বলা হচ্ছে ঘটনাটি বৃহস্পতিবার রাতের । জানা গেছে,যে বাড়িটিতে আগুন ধরানো হয়েছে ওই বাড়িতেই আয়াতুল্লাহ খোমেনি জন্মগ্রহণ করেছিলেন । বর্তমানে সেটি খোমেনি হাউস মিউজিয়াম । তবে আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা খোমেনির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছে যে বাড়ির বাইরে অল্প সংখ্যক লোক জড়ো হয়েছিল,খবরটি মিথ্যা । তাসনিম বার্তা সংস্থা বলেছে,’মহান বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতার বাড়ির দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত ।’
মাহসা আমিনিকে ইরানি পুলিশ পিটিয়ে মারার পর থেকে বিক্ষোভের আগুন জ্বলছে । প্রথম দিকে ইরানবাসী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করলেও সাম্প্রতিক কিছু সময় ধরে তারা হিংসক হয়ে উঠেছে । ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অস্থিরতায় মাঝে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে । বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তরুণ ইরানিদের শুক্রবার শেষকৃত্যের সময় নতুন করে বিক্ষোভের জন্ম দিয়েছে । ক্ষিপ্ত জনতাকে “আলি খামেনির মৃত্যু” স্লোগান দিতে শোনা গেছে । এদিন তাবরিজ, মাহাবাদ এবং জাহেদান শহরে ব্যপক বিক্ষোভ প্রদর্শন হয় ।।