এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছিল শরীরে ।একবার নয় দু-দু’বার শরীরে ধরা পড়েছিল ক্যান্সার । দু’বারই ক্যানসারকে হার মানিয়ে ফের কাজ শুরু করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত সেরিব্রাল ও হার্ট অ্যাটাকের ছোবলের কাছে পরাজয় মেনে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রতিভাবান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । রবিবার শেষবারের মতো তাঁর নশ্বর দেহ স্টুডিও পাড়ায় আনা হয় । তারপর নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে । শেষ বারের মত স্ত্রীর সিঁথিতে সিঁদূর পড়িয়ে দেন সব্যসাচী । সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন আশপাশের লোকজন ।
নভেম্বরের ১ তারিখে রাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা । তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল ঐন্দ্রিলাকে । কিন্তু শনিবার রাতে একের পর এক সেরিব্রাল ও হার্ট অ্যাটাক হয় তাঁর । অন্তত ১০ বার স্ট্রোক হয়েছিল ঐন্দ্রিলার । শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । রবিবার দুপুরে এই খবর ছড়িয়ে পরার পর শোকের ছায়া নেমে আসে রাজ্য জুড়ে ।
কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে আত্মপ্রকাশ হয় ঐন্দ্রিলা শর্মার । স্টার জলসার ‘জীবন জ্যোতি’,সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা । কিন্তু মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল তাঁর যাত্রাপথ ।।