এইদিন ওয়েবডেস্ক,কুয়ালালামপুর,২০ নভেম্বর : নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হল মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্থানপন্থী মাহাথির মোহাম্মদকে । শনিবার (১৯ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার ভোটগ্রহণ হয় এবং মাহাথির তার নিজের আসনেই পরাজিত হয়েছেন । তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে । এই পরাজয়ের ফলে তার ৫৩ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হল বলে মনে করা হচ্ছে । শনিবার মালয়েশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, লাংকাউইয়ের হলিডে রিসোর্ট দ্বীপে নিজের দীর্ঘ দিনের নির্বাচনী এলাকায় পাঁচমুখী লড়াইয়ে চতুর্থ স্থান লাভ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ।
উল্লেখ্য, ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন তিনি। তখন বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন । কিন্তু দুই বছরেরও কম সময়ের ব্যবধানে তার সরকার ভেঙে যায় । ক্ষমতায় থাকার সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করায় ভারত মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় । মূলত মহাথির মোহাম্মদের সময় থেকেই ভারতের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ।।