এইদিন ওয়েবডেস্ক,নেপিডো,২০ নভেম্বর : মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত । এবারে সাগাইং রাজ্যে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৭০ জন সেনা । অন্যদিকে ৬০ জনের বেশি বিদ্রোহী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে । উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র হিসেবে পরিচিত শান্নি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)।গত তিন দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ সেনা নিহত হয়েছে। অপরদিকে দুজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে খবর ।
এদিকে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। এর আগে চলতি সপ্তাহেই চার বিদেশিসহ ছয় হাজার বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার । শুক্রবার (১৮ নভেম্বর ২০২২) মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুবতা । তিনি সাড়ে তিন মাস জান্তা কারাগারে বন্দি ছিলেন । বর্তমানে কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানিয়ে তারা ।।