এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ নভেম্বর : শনিবার দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেছেন, ‘ভারতে সন্ত্রাস, মাদক, অর্থনৈতিক অপরাধের উপর একটি জাতীয়, বৈশ্বিক ডাটাবেস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেসব সংগঠন তরুণদের মৌলবাদের দিকে ঠেলে দেয় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে সন্ত্রাস দমনে আমাদের দৃষ্টিভঙ্গি ৫ টি স্তম্ভের উপর ভিত্তি করে হওয়া উচিত। আমাদের প্রতিটি ভৌগোলিক স্থান, প্রতিটি ভার্চুয়াল স্পেসে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে । কোনো সংস্থা বা দেশ একা সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পারে না, তাই বিশ্ব সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে ।’
অমিত শাহ আরও বলেন,’সন্ত্রাসবাদ একটি দানবের মতো। আমি বিশ্বাস করি যে সন্ত্রাসবাদ হল গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং বিশ্ব শান্তির মত বিষয়গুলির সামনে একটি দানব স্বরূপ । প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, ভারত সমস্ত দেশের সাথে সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেমন মানি লন্ডারিং, ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের অপব্যবহার, হাওয়ালা প্রভৃতি ।’ অমিত শাহ বলেন,’সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে ফরেনসিক বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । সেই লক্ষ্যে বিশ্বের প্রথম জাতীয় ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, যেটা প্রধানমন্ত্রী মোদীর অন্যতম একটি লক্ষ্য ছিল ।’
নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের তৃতীয় দিনে এফএটিএফ সভাপতি টি রাজা কুমার সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা করার জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন । পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে ইসলামপন্থী চরমপন্থী এবং অতি-ডানপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ক্রিপ্টো কারেন্সির ব্যবহার সহ তহবিল স্থানান্তর করার জন্য গোপন পদ্ধতি ব্যবহার করছে ।।