দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় শুরু হল ঐতিহ্যবাহী নরহরি মিলন উৎসব । কাটোয়ার শ্রীখণ্ডের বড়ডাঙ্গায় রয়েছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পার্ষদ নরহরি সরকারের সমাধিস্থল । প্রতি বছর কার্ত্তিক মাসের কৃষ্ণা একাদশী তিথিতে উৎসবের আয়োজন করা হয় । লক্ষাধিক পূণ্যার্থীদের সমাগম হয় । মেলা বসে । পূণ্যার্থীদের জন্য অন্ন মহোৎসবের আয়োজন করা হয় । বিগত দু’বছর করোনা মহামারীর কারনে নামেমাত্র পূজোর আয়োজন করা হয়েছিল । কিন্তু এবারে বিধিনিষেধ না থাকায় বড়ডাঙ্গায় নরহরি সরকারের সমাধিস্থলে প্রচুর পূণ্যার্থীর সমাগম হয়েছে ।
জানা যায়,শ্রীচৈতন্য পার্ষদ শ্রীনিবাস মহাজন, গদাধর দাস, নিত্যানন্দ পুত্র বীরভদ্র সহ মহাজনদের উদ্যোগে বড়ডাঙ্গায় নরহরির সাধনস্থলে মিলন উৎসব ও মেলার পত্তন সূচনা হয়েছিল । সে হিসাবে প্রায় ৪৫০ বছরের প্রাচীন এই উৎসবটি । নরহরি সরকার ঠাকুরের সাধনস্থল থেকে গৌরাঙ্গদেবের দারুমূর্তিকে পালকিতে চাপিয়ে বাজনা ও কীর্তন সহযোগে প্রায় দুই কিমি পথ পাড়ি দিয়ে বড়ডাঙ্গার ভজনস্থলে আনা হয়। তারপর সেখানে নানান বৈষ্ণবীয় আচার মেনে নরহরি সরকারের তীরধান দিবস পালিত হয় । শ্রীখন্ড মধূমতী কমিটি এই উৎসব পরিচালনা করে । দেশের নানা প্রান্ত থেকে বহু বাউল ও কীর্তনীয়ারা এসে জড়ো হন এখানে । এবারে তিন শতাধিক দোকানপাট বসেছে নরহরির সাধনস্থলে । ৫০,০০০ শ্রদ্ধালুর জন্য অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির অধ্যক্ষ অনুপম ঠাকুর । এছাড়া আগত শ্রদ্ধালুদের জন্য পানীয় জল,শৌচাগারসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান ।।