এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৯ নভেম্বর : টুইটার কেনার পর গন ছাঁটাই করেছিলেন ইলন মাস্ক । কোম্পানীর খরচ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি । পাশাপাশি তিনি বাকি কর্মীদের দিনে ১২ ঘন্টা এবং সপ্তাহে ৮০ ঘন্টার বেশি কাজ করার নির্দেশ দিয়েছিলেন । মাস্কের এই নির্দেশের পর কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে । জানা গেছে, শত শত কর্মচারী ৩ মাসের ‘বিচ্ছেদ বেতন’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা টুইটার চালিয়ে যাবেন নাকি ছেড়ে যাবেন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাস্ক । শেষে কোম্পানি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কর্মীরা । ফলে টুইটারের কার্যক্রমের উপর গভীর সঙ্কটের সৃষ্টি হয়েছে । এখন কোম্পানির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে । কর্মচারীদের সম্মিলিত এই সিদ্ধান্তে সতর্ক হয়ে টুইটার জানিয়েছে, সোমবার পর্যন্ত কোম্পানির অফিস বন্ধ রাখা হবে ।
এদিকে মাস্ক বলেছেন যে তিনি টুইটারের ভবিষ্যত নিয়ে খুব বেশি চিন্তিত নন । সেরা কর্মচারীদের কেউই কোম্পানি ছেড়ে যাননি । জানা গেছে যে তিনি কর্মচারীদের সন্তুষ্ট করতে একটি চিঠি লিখেছেন । চিঠিতে তিনি জানিয়েছেন,লিখিত গ্যারান্টির অংশ হিসাবে, কর্মচারীদের জমা দেওয়া ফর্মে কিছু নিয়ম শিথিল করা হবে । এছাড়া যাদের কর্মক্ষমতা ভাল ‘ওয়ার্ক টু হোম’ সিস্টেমের অধীনে তাদের কিছু ছাড় দেওয়া হবে ।।