এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৮ নভেম্বর : ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া । এবারে জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে জ্বালানি অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় ১০ লাখ পরিবার বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্যাস প্ল্যান্ট ও দিনিপ্রো শহরে একটি ক্ষেপণাস্ত্র ফ্যাক্টরি ধ্বংসের লক্ষ্যে এসব হামলা চালালো হয়েছে ।
দুদিনেরও কম সময়ের ব্যবধানে জাপোরিঝিয়ার কাছাকাছি জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনগুলিকে নিশানা করেছে রুশ বাহিনী । তবে রাশিয়ার ছটি ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোনকে ইউক্রেন সেনা বিধ্বস্ত করেছে বলেও তিনি জানান ।
উল্লেখ্য,শীতকালে শূণ্য ডিগ্রির অনেক নিচে তাপমাত্রা নেমে যায় ইউক্রেনে । ফলে ঘরের পরিবেশ গরম রাখতে বিদ্যুতের উপর নির্ভরশীল ইউক্রেনের সাধারণ মানুষ । আর সেই কারনে জেলেনস্কিকে বেকায়দায় ফেলতে মূলত ইউক্রেনের গ্যাস প্ল্যান্টগুলিকে নিশানা করছে রাশিয়া । রুশ সেনা খেরসন থেকে পিছু হটলেও কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে দেখা যাচ্ছে ।।