এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ নভেম্বর : তুরস্ক নিয়মিতভাবে আফগান অভিবাসীদের হয় ইরানে তাড়িয়ে দিচ্ছে অথবা সরাসরি অভিবাসীদের আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ । বিশেষ করে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর তুরস্ক আফগান অভিবাসীদের বিতাড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং নির্বাসনের সম্মুখীন আফগান অভিবাসীদের আশ্রয়ের জন্য আবেদন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না বলে জানিয়েছে ওই সংগঠনটি । সংগঠনটি আরও বলেছে, মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশনের নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি এবং ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের ভিত্তিতে কোনো দেশ অভিবাসীদের তাড়িয়ে দিতে পারে না । অথচ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সেই কাজটাই করছে তুরস্ক ।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগ বলেছে যে ২,৩৮,৪৪৮ জন অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক । তুরস্ক জানিয়েছে যে গত আট মাসে তারা ৫৭,১৭৪ আফগান শরণার্থীকে বিমানে কাবুলে পাঠিয়েছে । অভিবাসীদের আফগানিস্তানে চার্টার্ড এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা।
আনাদোলু নিউজ এজেন্সি বলেছে যে তুরস্ক থেকে আফগান নাগরিকদের নির্বাসনের হার ২১২ শতাংশ, পাকিস্তানিদের ৩২ শতাংশ এবং অন্যান্য দেশের নির্বাসনের হার ১৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় ইরান, পাকিস্তান, তুরস্কসহ অন্যান্য দেশগুলোতে আফগান অভিবাসীদের পলায়ন অব্যাহত রয়েছে । আফগান অভিবাসীরা সুস্থ জীবনের আশায় ইউরোপে পাড়ি দেওয়ার জন্য মূলত তুরস্ককে বেছে নেয় । কিন্তু চোরাপথে তুরস্ক যেতে গিয়ে হয় তাদের প্রাণ দিতে হয়েছে,নচেৎ তুর্কি পুলিশ কর্তৃক কঠোর শাস্তির শিকার হতে হয়েছে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে অভিবাসীদের উপর অমানবিক নির্যাতন চালাতে দেখা গেছে । একটি ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে যে ইরান এবং তুরস্কের মধ্যবর্তী সীমান্ত এলাকায় একজন অভিবাসীর কান কেটে ফেলছে তুর্কি সেনা ।।