এইদিন ওয়েবডেস্ক,গাজা,১৮ নভেম্বর : ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের ভবনে আগুন লেগে ১০ শিশুসহ অন্তত ২১ জন মারা গেছে । প্রচুর অগ্নিদগ্ধকে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা । রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷
জাবালিয়া নামের ওই শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । তাতে দেখা গেছে পুরো ভবনটিকে গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা । স্থানীয় এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছে,জেনারেটর চালানোর জন্য ওই ভবনে গ্যাস রাখা ছিল । সেই গ্যাস লিক করে আগুন ছড়িয়ে পড়ে ৷ গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই স্থানে প্রচুর পরিমাণে পেট্রোল মজুত করা হয়েছিল, যার ফলে দ্রুত ভবনে আগুন ছড়িয়ে পড়ে ।
জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবির রয়েছে । তার মধ্যে অন্যতম হল জাবালিয়া । জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ মানুষের বসবাস। বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর একটি হলো গাজা । মোট ২৩ লাখ মানুষের বসবাস এখানে । ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ টুইট করে বলেছেন, দগ্ধ ব্যক্তিদের ইসরায়েলের হাসপাতালে স্থানান্তরিত করতে সহায়তা করবে ইসরায়েলের সেনাবাহিনী । এদিকে এই ঘটনার পর শুক্রবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ।।