এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৮ নভেম্বর : সিস্তান ও বেলুচিস্তানে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই সীমান্ত বাহিনী নিহত হয়েছে । নিহতরা হল আমির হোসেন নিকপুর ও রেজা রিজভানি ৷ ইরানের সরকার কয়েকটি সংবাদ মাধ্যমে বলেছে যে আইআরজিসি বাহিনীর এই দুই জওয়ান সীমান্ত লাইনে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে । তবে ওয়াকিবহাল মহল জানিয়েছে, দূর্ঘটনা নয়,বরঞ্চ গুলিতে মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের । কারন ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কিছু শহরে কয়েকদিন আগে ইরানের ইসলামি প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়েছিল । সরকারের দমন পীড়নের জেরে ক্ষিপ্ত বিক্ষোভকারীরাই দুই সেনা জওয়ানকে গুলি করে মেরে ফেলেছে বলে তাদের অনুমান ।
উল্লেখ্য,মাহাসা আমিনির হত্যাকাণ্ডের পর গোটা ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে । অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারীকে গুলি করে মেরেছে ইরানের পুলিশ । কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে । এমনকি মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে কয়েকজনকে আইনের আওতায় এনে মৃত্যুদন্ড পর্যন্ত দেওয়া হয়েছে । তবুও বিক্ষোভ দমন করা যায়নি । এই পরিস্থতির মাঝে আইআরজিসি বাহিনীর দুই জওয়ানকে গুলি করে মারার ঘটনাকে তাৎপর্যপূর্ণ । কারন অত্যাচারিত মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ ছেড়ে অস্ত্র ধরতে শুরু করলে ইরানে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ।।