এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল(তুরস্ক),১৭ নভেম্বর : অসংখ্য অনুগামী মহিলাকে আটকে রেখে দিনের পর দিন ধরে ধর্ষণের অভিযোগে এক ইসলামি ধর্মগুরুকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিল তুরস্কের ইস্তাম্বুলের একটি আদালত । সাজাপ্রাপ্ত ধর্মগুরুর নাম আদনান ওকতার (ডিএইচএ) । তিনি হারুন ইয়াহিয়া নামে পরিচিত ছিলেন । বুধবার আদালতটি ওকতার ছাড়াও তার ১৪ জন সাঙ্গপাঙ্গকেও একই সাজা দিয়েছে । কোনো আদালতে এত দীর্ঘ সময়ের সাজা ঘোষণা বিশ্বের ইতিহাসে এই প্রথম ৷
বছর ৬৬-এর বৃদ্ধ হারুন ইয়াহিয়া একটি ইউটিউব চ্যানেলে রয়েছে । ওই চ্যানেলে তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন । তার চারপাশে ঘিরে থাকতো অর্ধনগ্ন অল্প বয়সী মেয়েরা । ওই সমস্ত মহিলাদের তিনি ‘বিড়ালছানা’ বলে সম্বোধন করতেন । মূলত অর্ধনগ্ন মহিলাদের টানেই হারুন ইয়াহিয়ার ইউটিউব চ্যানেল অল্প দিনের মধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে ।
এদিকে ওই সমস্ত মেয়েদের আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের জুলাই মাসে ধর্মগুরু হারুনকে গ্রেফতার করেছিল তুর্কি পুলিশ । এরপর ২০২১ সালের জানুয়ারির শুরুর দিকে হারুন সহ তার সহযোগীদের দোষী সব্যস্ত করে ১০৭৫ বছরের কারাদণ্ডে দন্ডিত করে আদালত । বুধবার একটি পুনঃবিচারের চূড়ান্ত শুনানির পর ওকতার এবং তার সহযোগি ১৪ জন আসামির প্রত্যেককেই ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । সাজা প্রাপ্তদের মহিলা ও কিশোরীদের যৌন নিপীড়ন, জালিয়াতি, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অপরাধে দোষী সব্যস্ত করা হয়েছে ।।