এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখাওয়া (পাকিস্থান),১৬ নভেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের গাড়িতে সশস্ত্র ব্যক্তিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে ৬ পুলিশ কর্মীকে হত্যা করেছে । নিহতদের মধ্যে চারজন কনস্টেবল, একজন এএসআই এবং একজন চালক রয়েছেন।পুলিশ অফিসার রবনওয়াজ খান বুধবার সকালে বলেছেন যে খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত জেলার অন্তর্গত দাদিওয়ালা থানা এলাকার মধ্যে স্থানীয় একটি মেলার কাছে টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে ।হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় । মঙ্গলবার রাতে হামলার পর এদিন দুপুর পর্যন্ত কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি, তবে পাকিস্তানি তালেবান সহ ইসলামপন্থী দলগুলি এই এলাকায় সক্রিয় এবং কখনও কখনও নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলা চালায় । তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে ।
রবনওয়াজ খান জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে ।
এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান মর্মান্তিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের ‘কাপুরুষোচিত কাজ’ আমাদের নিরাপত্তা বাহিনীর মনোবলকে কমাতে পারবে না। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে থাকবে প্রাদেশিক সরকার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু। দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।’।