এইদিন ওয়েবডেস্ক,বালি,১৬ নভেম্বর : জি-২০ সম্মেলনে ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওই সম্মেলনে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও । সেখানেই দুই রাষ্ট্রনায়কের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় ।ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির সঙ্গে এটাই ছিল সুনাকের প্রথম বৈঠক । আর ওই বৈঠকের পর ভারতীয় শিক্ষার্থীদের ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তিনি ঘোষণা করেছেন,যুক্তরাজ্যে কাজ করার জন্য ভারতীয় তরুণদের প্রতি বছর তিন হাজার ভিসা দেওয়া হবে । ব্রিটিশ সরকার বলেছে যে ভারতই প্রথম দেশ যারা এই ধরনের একটি প্রকল্পের সুবিধা পেলো । ঋষি সুনাক বলেছেন,’আজ ইউকে-ইন্ডিয়া প্রফেশনাল স্কিম নিশ্চিত হয়েছে। ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতীয় ডিগ্রিধারীদের যুক্তরাজ্যে এসে দুই বছরের জন্য কাজ করার জন্য ৩,০০০ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে,উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনীতিকে শক্তিশালী করতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য যুক্তরাজ্যের বৃহত্তর প্রতিশ্রুতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত । যুক্তরাজ্যে সমস্ত আন্তর্জাতিক ছাত্রদের প্রায় এক চতুর্থাংশই ভারতের । যুক্তরাজ্যে ভারতীয়দের ৯৫ হাজার চাকরির সমর্থন করে ।’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অনেক দৃঢ় বলেও জানিয়েছে ব্রিটেন সরকার ।।