দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ নভেম্বর : ‘তৃণমূল-বিজেপি ফ্রেন্ডলি খেলা খেলছে, আর রেফারি আরএসএস’- মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে পদযাত্রায় অংশগ্রহন করতে এসে কেন্দ্র ও রাজ্য সরকারকে এই ভাবেই নিশানা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী । এদিন মুরাতিপুর বাজারে পদযাত্রা সূচনা করেন আভাসবাবু । তারপর কালটিকুড়ি, মুরাতিপুর, কালুত্তক হয়ে বামশোর গ্রামে এসে পদযাত্রা শেষে । পদযাত্রা শেষে একটি সভার আয়োজন করা হয়েছিল বামশোর গ্রামে । ওই সভায় মুখ্য বক্তা ছিলেন আভাস রায়চৌধুরী ।
সভায় তিনি তৃণমূল,বিজেপি,আরএসএসকে আক্রমণ করে বলেন,’আরএসএস তৃণমূলকে চালায় । তৃণমূল কি করবে তা নাগপুর থেকে ঠিক হয় । নাগপুরে থেকে আরএসএসের নির্দেশ পেয়ে এরাজ্যে তৃণমূল ও বিজেপি ফ্রেন্ডলি খেলছে । আর রেফারি হল আরএসএস ।’ তিনি আরও বলেন,’তৃণমূল আর বিজেপি হিন্দু-মুসলিম,বাঙালি আর অবাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় । আর আমরা সব মানুষকে এক করতে চাই ।’
সিপিএমের বিশেষ এই কর্মসূচিতে আভাস রায়চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুভাষ মন্ডল,মিজানুর রহমান, নজরুল হক, সফিকুল ইসলাম প্রমুখ স্থানীয় নেতৃত্ব । এদিন বেশ কিছু মহিলা কর্মী সমর্থকদেরও এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে ।।