শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর,(পূর্ব বর্ধমান),১৫ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে নিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির কুমন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি । সোমবার বিকেলে বিজেপির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বাজারে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয় । কিন্তু কর্মসূচি শুরুর অব্যবহিত পরেই সাদা পোশাকের পুলিশ বিজেপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ । ঘটনার পর ক্ষিপ্ত বিজেপি নেতাকর্মীদের “পুলিশ তুমি উর্দি খোলো,তৃণমূলের ঝান্ডা ধরো”, “পুলিশমন্ত্রী হায় হায়”, ” মুখ্যমন্ত্রী হায় হায়” প্রভৃতি শ্লোগান দিতে শুরু করেন । পুলিশের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন বিজেপির নেতারা । ঘটনাকে কেন্দ্র সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
পূর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার ইনচার্জ কৃষ্ণ ঘোষ বলেন,’দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি । তারই প্রতিবাদে সোমবার মন্তেশ্বরে আমাদের দলের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছিল । আমাদের কর্মীরা মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রীসভা থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন । তখন সাদা পোশাকের পুলিশ গিয়ে জোর করে অবরোধ হঠিয়ে দেয় । তারপর আমাদের কর্মীরা যে যার বাড়ি ফিরে যান । পুলিশের এই ভূমিকায় আমি নিন্দা জানাচ্ছি ।’ তিনি আরও বলেন, ‘রাজ্যের পুলিশ আজ মেরুদন্ডহীন । শাসকদলের কথা না শোনা ছাড়া তাদের কোনো উপায় নেই । না শুনলেই বদলি হয়ে যেতে হবে ।’
জানা গেছে,মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১৪ নম্বর জেডপির সভাপতি ঝুলন হাজরার নেতৃত্বে সোমবার বিকেলে পথ অবরোধ কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল । মন্তেশ্বর বাজারে সড়ক পথ অবরোধ করে কারামন্ত্রী অখিল গিরির কুশপুতুল পোড়ানো হয় । বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি লাল্টু মান্ডি,সম্পাদক শুকলাল মান্ডিরা সাঁওতালি ভাষায় বক্তব্য রাখেন । আর তাঁদের বক্তব্য শেষ হতেই পুলিশ জোর করে বিজেপির পথ অবরোধ কর্মসূচি তুলে দেয় বলে অভিযোগ ।
ঝুলন হাজরার অভিযোগ,’আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ রীতিমতো জুলুমবাজি করেছে । পুলিশের ওই নির্যাতন ও অত্যাচার মন্তেশ্বর বাজারের মানুষ দেখেছেন । পুলিশের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই । আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো ।’ যদিও জোর করে অবরোধ তুলে দেওয়া বা ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।।