এইদিন ওয়েবডেস্ক,বালি(ইন্দোনেশিয়া),১৫ নভেম্বর : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা দেখা গেল । দুই নেতা আজ খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক জি-টোয়েন্টি কার্যকরী বৈঠকে অংশ নেবেন । বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর অভিবাদন ও করমর্দনের ছবি শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে । টুইটে লেখা হয়েছে,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ায় অবতরণ করেছেন । এই শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক আলোচনা হবে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।’
রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালিতে পৌঁছলে তাঁকে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য সহযোগে অভ্যর্থনা জানানো হয় । প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো ।
প্রধানমন্ত্রী টুইট করেছেন,’বালিতে উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতীয় সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ ।’
জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর প্রভৃতি মূল তিনটি বিষয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্যান্য অংশগ্রহণকারী দেশের নেতাদের সাথে বৈঠক করবেন এবং তাদের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন ।ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বালি শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জি-২০ প্রেসিডেন্সি হস্তান্তর করবেন । ২০২৩ সালে পরবর্তী জি-২০ সম্মেলনের জন্য গোষ্ঠীর সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাবেন নরেন্দ্র মোদি ।।