এইদিন ওয়েবডেস,দামাস্কাস,১৪ নভেম্বর : সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল । সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলি সেনাকে উদ্ধৃত করে জানিয়েছে,রবিবার সন্ধ্যা ৬.২৩ নাগাদ উত্তর লেবাননের ত্রিপোলি-আল-হারমেল আকাশসীমা থেকে হোমসের দক্ষিণ-পূর্বে আল-শায়রাত বিমানঘাঁটিতে বিমান হামলা চালানো হয় ।এই ঘটনায় দুই সিরীয় সেনা নিহত ও তিনজন আহত হয়েছে । সামরিক সূত্র জানিয়েছে, শায়রাতের বিমান ঘাঁটিটি সম্প্রতি ইরানের বিমান বাহিনী ব্যবহার করেছিল।
সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলি বাহিনীর হামলা সম্পর্কে আগাম সতর্কতা দিলেও তারা এই বিমান হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে । ইসরায়েল সরকারও এই হামলার বিষয়ে কিছু জানায়নি । এর আগেও সিরিয়ায় ইরান সমর্থিত সন্ত্রাসবাদীদের অবস্থানগুলিতে নিশানা করেছিল ইসরাইল । রবিবার ইসরায়েলি সেনা যে বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সেখানে সিরিয়ার সেনা বাহিনী ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠন, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহও শায়রাতের মত সন্ত্রাসবাদী গোষ্ঠী অবস্থান করছে । যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে রবিবারের হামলায় শায়রাত বিমান ঘাঁটিতে ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর একটি গুদাম ধ্বংস হয়ে গেছে ।।