এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল,১৩ নভেম্বর : তুরস্কের মধ্য ইস্তাম্বুলের একটি জনবহুল এলাকায় ফেলে রাখা ব্যাগে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে । স্থানীয় সময় রবিবার বিকেল প্রায় ৪.২০ নাগাদ ইস্তাম্বুলের বেয়োগলু (Beyoglu) জেলার ব্যস্ততম ইস্তিকলাল (Istiklal) সড়কের পাশে একটি শপিং মলের সামনে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশেপাশে ভারী পুলিশবাহিনী মোতায়েন করা হয় । প্রচুর অ্যাম্বুলেন্স পাঠানো হয় এলাকায় । আকাশ থেকে হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থলের উপর নজরদারি চালাতে দেখা গেছে ।
ইস্তিকলাল স্ট্রিটটি ইস্তাম্বুলের অন্যতম ব্যস্ত এলাকা বলে পরিচিত । রাস্তার দু’পাশে রয়েছে সারিবদ্ধ দোকান এবং রেস্তোরাঁ । সব সময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকে পরিপূর্ণ থাকে এলাকাটি । ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া এক টুইট বার্তায় ঘোষণা করেছেন, এই ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে । তবে তিনি মৃতের সংখ্যা প্রকাশ করেননি । জানা গেছে,সিসিটিভি ফুটেজের সুত্র ধরে বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে যাওয়া এক মহিলাকে চিহ্নিত করেছে তুর্কি পুলিশ । পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ।।