এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৩ নভেম্বর : আফগানিস্তানের প্রায় অর্ধেক মানুষের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ তালিবান- সাম্প্রতিক একটি রিপোর্টে এই কথা জানিয়েছে ইউএস স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (সিগার) । রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি । ফলে বিগত তিন মাসে ভয়াবহ মানবিক সঙ্কট পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
শনিবারে প্রকাশিত ওই রিপোর্টে সিগার বলেছে, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক (২৪.৪ মিলিয়ন) মানুষ রেশনে খাদ্য সামগ্রী বিতরণের মত মৌলিক সুবিধা থেকে বঞ্চিত । অথচ তালিবানরা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে । রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালের আগস্টে তালিবানরা ক্ষমতা দখলের পর খরা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়া,কর্মসংস্থানের ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার কারনে পরিবারের আর্থিক স্বচ্ছলতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে ।।