এইদিন ওয়েবডেস্ক,হায়দরাবাদ,১৩ নভেম্বর : ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটে মুসলমানদের নবী মুহাম্মদের বিরুদ্ধে মন্তব্য করায় কলেজ হোস্টেলে এক হিন্দু ছাত্রের উপর অমানবিক নির্যাতন চালালো মুসলিম সহপাঠীরা । শুধু তাইই নয়,প্রহৃত ছাত্রটিকে ‘আল্লাহ-হু-আকবার’ বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ । এই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী,ঘটনাস্থল তেলেঙ্গানার হায়দ্রাবাদের আইসিএফএআই ফাউন্ডেশন অফ হায়ার এডুকেশন কলেজ ক্যাম্পাস । ঘটনাটি গত শনিবারের (১ ডিসেম্বর ২০২২) । প্রহৃত ছাত্রের নাম হিমাঙ্ক বানসাল । তিনি ওই কলেজের আইন বিভাগের ছাত্র । ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি দরজা বন্ধ ঘরে তক্তাপোশের উপর বসে রয়েছেন হিমাঙ্ক । তাঁকে ঘিরে রয়েছে একটি দল । ওই দল মিলে দফায় দফায় হিমাঙ্ককে লাথি,ঘুঁষি ও চড় মারছে । এমনকি তাঁকে ‘আল্লাহ-হু-আকবার’ বলতে বাধ্যও করা হয় । প্রহৃত ছাত্রের অভিযোগ,মারধরের ঘটনার পর হামলাকারী সোহেল, সাইফ, ইমাদ, উমর, মুস্তানির ও রিভার তাঁর বাড়িতেও চড়াও হয়েছিল । তারা অভিভাবকদের হয়রানি পর্যন্তও করে ।
হায়দ্রাবাদের পুলিশ জানায়, ১১ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত ছাত্র । অভিযোগে তিনি বলেছেন, গত শনিবার কলেজ ক্যাম্পাসের হোস্টেলের ঘরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও যৌন হয়রানি করা হয় । ১৫ থেকে ২০ জন মিলে তাকে লাঞ্ছিত করে । শিক্ষার্থী জানায়, তারা তার মুখে ঘুষি মারে, চড়-থাপ্পড় মারে, পেটে লাথি মেরেছে । তাকে জোর করে কিছু কেমিক্যাল ও পাউডার খাওয়ানো হয় । হামলাকারীরা তার জামাকাপড় ছিঁড়ে দেয় এবং উলঙ্গ করে মারধর করে । তবে পুলিশকে জানানোর আগে কলেজ কর্তৃপক্ষের কাছেও প্রহৃত ছাত্র লিখিতভাবে অভিযোগ জানয়েছিলেন বলে জানা গেছে ।।