এইদিন ওয়েবডেস্ক,কায়রো,১২ নভেম্বর : শনিবার
মিশরের সিনাই উপদ্বীপে একটি মাইক্রোবাসের সঙ্গে একটি বড় বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে । আহত আরও ১৮ জন । দূর্ঘটনাটি ঘটেছে মিশরের টর থেকে ১০ কিলোমিটার দূরে । মিশরের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,দক্ষিণ সিনাইয়ের টর শহর থেকে সুয়েজ শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে একটি বড় বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের পর মাইক্রো বাসটি রাস্তার পাশে মানসুরিয়া খালের জলে পড়ে যায় । দূর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানানো হয়েছে । তার মধ্যে ১৯ জন ঘটনাস্থলেই মারা যায় । স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে কমপক্ষে ১৩ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে । আহতদের দক্ষিণ সিনাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
প্রসঙ্গত, মিশরে পরিবহন নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ বলে মনে করা হয় । প্রতি বছর মারাত্মক ট্র্যাফিক দুর্ঘটনায় হাজার হাজার প্রাণ যায় দেশটিতে । বেশিরভাগই দুর্ঘটনা হয় দ্রুত গতি, খারাপ রাস্তা বা ট্রাফিক আইনের দুর্বলতার কারনে । চলতি বছরের অক্টোবরে কায়রো শহরতলীতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছিল । পরে সেপ্টেম্বরে সুয়েজ শহরের সাথে কায়রোর সংযোগকারী একটি মহাসড়কে একটি বাস উল্টে গেলে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয় । মিশরের সরকারী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে প্রায় ১০,০০০ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে । মারা গেছে ৩,৪৮০ জন । এর আগে ২০১৮ সালে ৮,৪৮০ টি গাড়ি দুর্ঘটনায় ৩,০৮০ জনের জীবনহানি হয় ।।