এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ নভেম্বর : পার্ক এবং বিনোদন এলাকায় মহিলাদের এবং মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করার তালিবানদের সমালোচনা করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল । তারা এই ধরনের নিষেধাজ্ঞাকে মহিলাদের অধিকারের জন্য আরেকটি আঘাত বলে অভিহিত করেছে । অবিলম্বে এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের দাবি তুলেছে আন্তর্জাতিক ওই সংগঠনটি ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার একটি টুইট বার্তায় বলেছে, আফগানিস্তানে তালিবানরা পরিকল্পিতভাবে নারীদের অধিকারকে আক্রমণ করেছে । প্রাক্তন সরকারের অধীনে মহিলাদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলাগুলি মোকাবেলার জন্য গঠন করা প্রতিষ্ঠানগুলিকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে তালিবানরা ।
সংগঠনটি বলেছে,তালিবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকেই নারীদের আন্দোলনের স্বাধীনতা, শিক্ষা এবং রাজনৈতিক অংশগ্রহণের মত মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে ।
উল্লেখ্য,শুক্রবার তালিবানের জনবিষয়ক ও নিষেধাজ্ঞা মন্ত্রণালয় কাবুলের পাবলিক পার্কে নারী ও মেয়েদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । তারপরেই তালিবানদের নীতির সমালোচনায় মুখর হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।।