এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১১ নভেম্বর : মাহাসা আমিনির হত্যাকাণ্ডে বিক্ষোভকারীদের সমর্থন করায় মৃত্যুদন্ডের মুখে পড়তে চলেছেন ইরানের তরুণ কুর্দি শিল্পী এবং র্যাপার সামান ইয়াসিন(৩২) । সোশ্যাল মিডিয়ায় শাসক বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন করার পরে তার বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগ আনা হয়েছে । ইরানের আইন অনুযায়ী মোহারাবেহর (ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা) অভিযোগে সপ্তাহ তিনেক আগে বাড়ি থেকে তাঁকে অমানবিকভাবে মারতে মারতে তুলে নিয়ে আসে সেদেশের নিরাপত্তা বাহিনী । হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের আশঙ্কা প্রতিবাদকারীদের ভয় দেখাতে ইয়াসিনের মতো হাই-প্রোফাইল বন্দিদের মৃত্যুদন্ড দিতে পারে ইরানের সরকার ।
প্রসঙ্গত,ইয়াসিন ইরানের একজন সুপরিচিত এবং প্রশংসিত শিল্পী এবং র্যাপার । তিনি ইরানের ধর্মীয় স্বৈরাচারী শাসনের একজন কট্টর সমালোচক ছিলেন । তিনি তার সোশ্যাল মিডিয়ার চ্যানেল গুলিতে প্রতিবাদকারীদের সমর্থনের বার্তা লিখেছেন এবং বেশ কয়েকটি প্রতিবাদী গানও গেয়েছেন । অন্যান্য মানবাধিকার সংস্থাগুলি বলেছে যে ইরানি কর্তৃপক্ষ ইয়াসিনের পরিবারকে চুপ করানোর চেষ্টা করেছে । তোমাজ সালেহির পরিবারের অভিযোগ, সালেহির উপর অমানবিক নির্যাতন চালিয়েছে নিরাপত্তা বাহিনী । এদিকে এই জনপ্রিয় শিল্পীর গ্রেপ্তারের পর টুইটারে হ্যাশট্যাগ ফ্রিটুমাজ ট্রেন্ড চলছে ।
জাতিসংঘের মতে বছর বাইশের মাহাসা আমিনি ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়ার পর আট সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে শিশুসহ আনুমানিক ১৪,০০০ মানুষকে গ্রেফতার করেছে ইরান সরকার । গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে মানবাধিকার কর্মী, ছাত্র, আইনজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের কর্মীরাও । ইরানি কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করেছে যে তারা তেহরানে গ্রেফতারকৃত ১,০০০ জনেরও বেশি এবং রাজধানীর বাইরে একই সংখ্যক ব্যক্তির বিচার করবে । আশঙ্কা করা হচ্ছে ইরান সরকার ওই বন্দিদের হয় মৃত্যুদন্ড দেবে,নচেৎ আজীবন কারাবাসের সাজা শোনাবে ।
উল্লেখ্য,গত সপ্তাহে দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী । যারা মাহসা আমিনির মৃত্যুর খবর সর্বপ্রথম জনসমক্ষে এনেছিলেন । তাঁদের সিআইএ গুপ্তচর অভিযোগে গ্রেফতার করে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে ।।