এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ নভেম্বর : আজ শুক্রবার জ্ঞানবাপী মসজিদ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হল সুপ্রীম কোর্টে । এদিন হাইকোর্ট ও জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলা সংক্রান্ত বিভিন্ন মামলায় শুনানি হয় । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়,বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি পিএস নরসিমার একটি বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিবলিঙ্গ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন । তাঁরা এও বলেছেন যে কেউ যেন শিবলিঙ্গ স্পর্শ না করে । পাশাপাশি হিন্দু পক্ষগুলিকে জ্ঞানবাপী বিরোধের উপর দায়ের করা সমস্ত মামলা একত্রিত করার জন্য বারাণসী জেলা বিচারকের কাছে আবেদন করার অনুমতি দিয়েছে সুপ্রীম কোর্ট । সেই সঙ্গে জরিপ কমিশনার নিয়োগের বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের ব্যবস্থাপনা কমিটির দায়ের করা আপিলের উপর হিন্দু দলগুলোকে তিন সপ্তাহের মধ্যে তাদের জবাব দাখিল করারও নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্টের বিচারপতিদের তিন সদস্যের বেঞ্চ । এর আগে আদালত ১২ নভেম্বর পর্যন্ত উজুখানা সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছিল । আগামী ২৮ নভেম্বর জ্ঞানবাপী চত্বরে এএসআই সমীক্ষার দাবির শুনানি করবে ।
২০২১ সালের আগস্টে পাঁচজন মহিলা শ্রীঙ্গার গৌরীর পূজা এবং মূর্তি রক্ষার বিষয়ে একটি আবেদন করেছিলেন । এ নিয়ে বারাণসীর সিভিল জজ সিনিয়র ডিভিশন রবিকুমার দিবাকর কোর্ট কমিশনার নিযুক্ত করে জ্ঞানবাপী সমীক্ষা করার নির্দেশ দেন। হিন্দু পক্ষ দাবি করেছে যে জরিপের সময় জ্ঞানবাপী চত্বরে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে । অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করেছিল ওটি একটি ঝর্ণা । হিন্দু দলটি তখন বিতর্কিত স্থানটি সিল করার দাবি জানায়। দায়রা আদালত তাতে সম্মতি দেয় । এরপর ওই রায়ের বিরুদ্ধে মুসলিম দলগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । চলতি বছরের ১৭ মে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশের মাধ্যমে ‘শিবলিঙ্গ’ পাওয়া জায়গাটিকে রক্ষা করার এবং প্রার্থনার জন্য মুসলমানদের প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিল । এদিন ওই মামলার শুনানি হয় । শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিবলিঙ্গের সংরক্ষিত থাকবে । কেউ শিবলিঙ্গ স্পর্শ করবে না ।।